যাত্রী কল্যাণ সমিতির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি বাস মালিকদের

Passenger Voice    |    ১০:৫৩ এএম, ২০২২-০৯-২০


যাত্রী কল্যাণ সমিতির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি বাস মালিকদের

ঢাকার বাসে প্রতিদিন সাড়ে তিন কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ দিতে না পারলে যাত্রী কল্যাণ সমিতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।

গতকার সোমবার সংগঠনটি সভাপতি মসিউর রহমার রাঙ্গাঁ ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রতিবাদলিপিতে বলেছেন, যাচাই বাছাই না করে মনগড়া তথ্য দিয়ে পরিবহনখাতকে অস্থিতিশীল করতে চাইছে যাত্রী কল্যাণ সমিতি।

গত মঙ্গলবার প্রকাশিত যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ প্রতিবেদনে দাবি করা হয়, ঢাকার গণপরিবহনে প্রতিদিন ১৮২ কোটি বাড়তি ভাড়া আদায় করা হয়। বাস-মিনিবাসে সাড়ে ৮ কোটি বাড়তি ভাড়া তোলা হয়।

তবে গত রোববার যাত্রী কল্যাণ সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাড়ে ৮ কোটি নয় সাড়ে ৩ কোটি টাকা বাড়তি ভাড়া আদায় ঢাকার বাসে। একইসঙ্গে আগের তথ্যটি ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করা হয়।

তবে সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, প্রতিদিন সাড়ে ৩ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের তথ্যও মিথ্যা ও মনগড়া।

সংগঠনটির প্রতিবাদলিপিতে বলা হয়েছে, যাত্রী কল্যাণ সমিতির মোজাম্মেল হক চৌধুরী একের পর এক অসত্য ও মনগড়া তথ্য দিয়ে আসছেন। এতে পরিবহন নেতাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। জনগণও বিভ্রান্ত হচ্ছে। কীসের ভিত্তিতে সাড়ে ৩ কোটি টাকা বাড়তি আদায়ের তথ্য পেয়েছেন মোজাম্মেল হক চৌধুরী, তার প্রমাণ দিতে হবে। নইলে মালিক সমিতি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।’

প্যা.ভ/ম